রংহীন রামধনুর প্রাক রিলিজ পর্ব
দেবলীনা দত্ত ঘোষ, কলকাতা -
গতকালই হয়ে গেল হিন্দু মুসলিম আবহে তৈরী বাংলা ছবি 'রংহীন রামধনু'র প্রাক রিলিজের সাংবাদিক সম্মেলনl টেলিভিশনের জনপ্রিয় উমাশঙ্কর পরিচালিত 'রংহীন রামধনুর' গল্প হিন্দু মুসলিম দুই ছেলে মেয়ের ভালোবাসার আঙ্গিকে তৈরী l ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে রোহন সুদর্শন এবং কলেজের সব থেকে ভালো ছাত্রl এই রোহনের সাথেই এক মুসলিম মেয়ে সুমির সম্পর্ক তৈরী হয়l সুমির বাবা জাফর শেঠ আবার প্রভাবশালী রাজনৈতিক নেতা ও মন্ত্রী l কিন্ত কোনো ভাবেই মেয়ের সাথে হিন্দু ছেলের এই সম্পর্কের মান্যতা দিতে নারাজ এবং তীব্র বিরোধী l বিষয়টি জানার পর জাফর শেঠ মেয়েকে নিয়ে জলপাইগুড়ি চলে যান l রোহন ও সুমির পিছনে ধাওয়া করে ওখানে পৌঁছয় l পথে তার মানিব্যাগ ও মোবাইল হারিয়ে যায় l দিনের পর দিন কষ্ট সহ্য করে না খেয়ে সুমিকে খোঁজা শুরু করে রোহন l ঘটনাচক্রে একদিন ভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে রোহন সুমির সন্ধান পায় l সুমিকে রোহন তার বাবার কবল থেকে বের করে এনে পালতে গেলে ফের ধরা পরে যায় এবং এখানে ওর জন্য মারাত্বক বিপদ অপেক্ষা করে থাকে l রোহন কী বেরোতে পারবে জাফর শেঠের হাত থেকে সুমিকে নিয়ে পালতে নাকি ওর চেষ্টা অধরাই থেকে যাবে? তারই ঘাত প্রতিঘাতে গল্পের চলন l
13 দিনের পুরো ছবির শুটিং হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গা জুড়ে l1ঘন্টা 40 মিনিটের এই ছবিতে 5টা গান থাকছে যার মধ্যে অবশই একটি আইটেম নাম্বার l ক্রিয়েশন ইমেজ এর নিবেদনে ছবির প্রযোজনায় রয়েছেন অভিজিৎ রায় l প্রসঙ্গত ক্রিয়েশন ইমেজের প্রযোজনায় এর আগেও ছবি হয়েছে l এদের মেগা সিরিয়ালের মধ্যে উল্লেখ্য স্বপ্নের রং নীল l
অভিনয়ে আছেন টলিউডের বিশ্বজিৎ চক্রবর্তী (রোহনের বাবা ), সিরিয়ালের জনপ্রিয় মুখ ভরত কল (সুমির বাবা ) নীলু ভৌমিক, উদীয়মান সাগ্নিকা চ্যাটার্জী, বৃষ্টি আলম প্রমুখ l ছবিতে সুর দিয়েছেন বব চক্রবর্তীl 19 শে জুলাই ছবিটি নন্দন সহ মোট 12 টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে l
দেবলীনা দত্ত ঘোষ, কলকাতা -
গতকালই হয়ে গেল হিন্দু মুসলিম আবহে তৈরী বাংলা ছবি 'রংহীন রামধনু'র প্রাক রিলিজের সাংবাদিক সম্মেলনl টেলিভিশনের জনপ্রিয় উমাশঙ্কর পরিচালিত 'রংহীন রামধনুর' গল্প হিন্দু মুসলিম দুই ছেলে মেয়ের ভালোবাসার আঙ্গিকে তৈরী l ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে রোহন সুদর্শন এবং কলেজের সব থেকে ভালো ছাত্রl এই রোহনের সাথেই এক মুসলিম মেয়ে সুমির সম্পর্ক তৈরী হয়l সুমির বাবা জাফর শেঠ আবার প্রভাবশালী রাজনৈতিক নেতা ও মন্ত্রী l কিন্ত কোনো ভাবেই মেয়ের সাথে হিন্দু ছেলের এই সম্পর্কের মান্যতা দিতে নারাজ এবং তীব্র বিরোধী l বিষয়টি জানার পর জাফর শেঠ মেয়েকে নিয়ে জলপাইগুড়ি চলে যান l রোহন ও সুমির পিছনে ধাওয়া করে ওখানে পৌঁছয় l পথে তার মানিব্যাগ ও মোবাইল হারিয়ে যায় l দিনের পর দিন কষ্ট সহ্য করে না খেয়ে সুমিকে খোঁজা শুরু করে রোহন l ঘটনাচক্রে একদিন ভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে রোহন সুমির সন্ধান পায় l সুমিকে রোহন তার বাবার কবল থেকে বের করে এনে পালতে গেলে ফের ধরা পরে যায় এবং এখানে ওর জন্য মারাত্বক বিপদ অপেক্ষা করে থাকে l রোহন কী বেরোতে পারবে জাফর শেঠের হাত থেকে সুমিকে নিয়ে পালতে নাকি ওর চেষ্টা অধরাই থেকে যাবে? তারই ঘাত প্রতিঘাতে গল্পের চলন l
13 দিনের পুরো ছবির শুটিং হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গা জুড়ে l1ঘন্টা 40 মিনিটের এই ছবিতে 5টা গান থাকছে যার মধ্যে অবশই একটি আইটেম নাম্বার l ক্রিয়েশন ইমেজ এর নিবেদনে ছবির প্রযোজনায় রয়েছেন অভিজিৎ রায় l প্রসঙ্গত ক্রিয়েশন ইমেজের প্রযোজনায় এর আগেও ছবি হয়েছে l এদের মেগা সিরিয়ালের মধ্যে উল্লেখ্য স্বপ্নের রং নীল l
অভিনয়ে আছেন টলিউডের বিশ্বজিৎ চক্রবর্তী (রোহনের বাবা ), সিরিয়ালের জনপ্রিয় মুখ ভরত কল (সুমির বাবা ) নীলু ভৌমিক, উদীয়মান সাগ্নিকা চ্যাটার্জী, বৃষ্টি আলম প্রমুখ l ছবিতে সুর দিয়েছেন বব চক্রবর্তীl 19 শে জুলাই ছবিটি নন্দন সহ মোট 12 টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে l
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment