লায়ন্স ক্লাবের উদ্যোগে ব্লাড সেন্টারের নতুন ইউনিট
রিপোর্ট: শুভ ঘোষ
আজ হাওড়া উলুবেড়িয়া কাছে যদুবেড়িয়া রোড সংযোগস্থলে মহেশ্বড়ি ফাউন্ডেশন এন্ড হাওড়া লায়ন্সক্লাব হসপিটাল ব্লাড সেন্টারের শুভ সূচনা হয়ে গেল। হাওড়া জেলার উলুবেড়িয়ারMLA পশ্চিমবঙ্গ সরকারের হেল্থ ও ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের মন্ত্রী পুলক রায়, হাওড়া লায়ন্সক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট এর গভর্নর মনোজ আগ্রাবাল, লায়ন্সক্লাব হীরালাল বাগড়া চেয়ারপারসন ব্লাড ব্যাংক,লায়ন্সক্লাব রিতা গুপ্তা প্রেসিডেন্ট,লায়ন্স ক্লাব সেক্রেটারি অনিল পাটুরিয়া, লায়ন্স ক্লাবের ট্রেজারার সোয়াতি জৈন,লায়ন্স ক্লাবের আরো সদস্যগন উপস্থিত ছিলেন।হাওড়া লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্টিক ব্লাড ব্যাংক হাসপাতাল রক্ত পরীক্ষা, ছাড়া চক্ষু পরীক্ষা, ডায়ালিসিস, স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সুবিধা আছে।
Comments
Post a Comment