মিসেস ইন্ডিয়া গ্লোব 2019

সল্টলেকের 10 ডাউনিং স্ট্রিট l নামটা খুব পরিচিত অনেকের কাছেই l এদিন এখানেই হয়ে গেল মিসেস ইন্ডিয়া  গ্লোব 2019 এর স্ক্রীনিং l এখন এই  সুন্দরী প্রতিযোগিতা  আর কোনো
মায়াবী হাতছানি নয় l  সৌন্দর্য আর কিছুটা প্রচেষ্টা যখন মিলে যায় তখনই বাস্তব হতে পারে এই স্বপ্নl এরকমই এক সৌন্দর্য প্রতিযোগিতার  ক্যাটওয়াকে সাক্ষী ছিলাম আমরা সল্টলেকের টেন ডাউনিং স্ট্রিটে রেডউইংস প্রোডাকশনের ব্যানারে  এদিনের এই মিসেস  বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় l সুষ্ঠ ঐক্যবদ্ধতার সাথে শালীনতার যোগসূত্রর পরিবেশ দেখা গেল সব জায়গায় l প্রতিযোগীদের পোডিয়ামে এগিয়ে চলার প্রেরণা দিলেন তিনি হলেন  মিসেস সোফিয়া  খান যিনি মিসেস ইন্ডিয়া গ্লোবের  2019 সালে ইস্ট ইন্ডিয়ার ডিরেকটর এবং পুরো মিসেস ইন্ডিয়া গ্লোব 2019 র আয়োজক l

স্ক্রীনিং এর শুরুতেই দেখা গেল একেরপর এক প্রতিযোগী নিজেদের রকমভেদ পোশাকে - শাড়ি,  গাউনে পারদ চড়াতে এগিয়ে এলেন l আর ব্যাকগ্রাউন্ডে তখন হিন্দি মুভির রোমান্টিক গান চলছে l প্রতিযোগিতা শুরুর  কাউন্টডাউন যখন তুঙ্গে তখনই সোফিয়া খান একের পর এক ডেকে নিলেন প্রতিযোগীদের l ভারী মিউজিকের  আলোআঁধারী পরিবেশে প্রতিযোগীদের সফল ক্যারিসমা ছিল নজরকারাl মিসেস ইন্ডিয়া গ্লোব 2019 র সহায়তায় অ্যানিস ক্রিয়েশনের অ্যানি জোন l আর এর ড্রেস ডিসাইনার করুনা দেওরা l কলকাতায় সফলভাবে এর স্ক্রীনিং এর পর ফাইনালটি শিগ্রই দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে l

Comments