ভোটের করচা ভোট গীতি
লোকসভা নির্বাচনের সময় যখন কলকাতা ভোটের দোলাচলে দুলছে ঠিক তখনই কোলকাতার বিড়লা প্লানেটরিয়াম হলে হ্যালো কলকাতার উদ্যোগে ভোট গীতির পোস্টার লঞ্চ হল l আমাদের পাঠকদের ভোট গীতি সাথে পরিচয় আগেই করিয়েছিl এটি হলো রাজনীতির প্রেক্ষাপটে তৈরি একটি অসাধারণ অডিও ভিজুয়ালl অ্যালবামটির পরিচালনার দায়িত্বে হ্যালো কলকাতার কর্ণধার শ্রী আশিস বসাক এবং পরিবেশনায় শ্রী গৌরাঙ্গ মন্ডল l রাজনৈতিক কড়চার মাঝে অরাজনৈতিক হাওয়ায় তৈরি তিনটি গানের সমাহার এই অ্যালবামটি অবশ্যই মিলবে যেকোন বহুল পরিচিত অনলাইন রিটেল স্টোরেl এখানেই শেষ নয় ভোট গীতির অভিনবত্ব এর কলারটিউনে যা কিনা আপনি এয়ারটেল, আইডিয়া,ভোডাফোন, বিএসএনএলের ভ্যালু এডেড পরিষেবায় পাবেন - তেমনটাই জানালেন ভোট গীতির মুখ্য ভাবনায় থাকা শ্রী আশিস বসাক l
ভোট গীতির মুখ্য প্রেক্ষাপটে উঠে এসেছে এর ভোট সংক্রান্ত প্রচার, জনমানুষে এর ভাবনা চিত্র এবং সেটা যারা তুলে ধরেছেন সেই মিডিয়াগুলোর ছোট ছোট l ভিজুয়ালসে l নিঃসন্দেহে ভোট প্রীতি মানুষের কাছে নতুন উপহার
Comments
Post a Comment