তল্লাশি নেওয়া হল মুকুল রায়ের গাড়ির কলকাতার রাজপথে
কলকাতার রাস্তায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা তথা বি জে পি অ্যাডমিনিস্ট্রেশনে থাকা মুকুল রায়ের গাড়ির হঠাৎ তল্লাশি করা হয় lএকদা তৃণমূল ত্যাগ করে আসা হেভিওয়েট এই প্রার্থীর কাছে হঠাৎ করে তার গাড়ির এই তল্লাশি নিতান্তই রাজনৈতিক বৈরিতা তথা শত্রুতার ইঙ্গিতপূর্ণ আচরণবলে মনে হয়েছে l এ প্রসঙ্গে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে উত্তেজিত মুকুল রায় বলেন, 'হঠাৎ করে কিছু পুলিশ অফিসার আমার গাড়ির সামনে আসে এবং বলে তারা আমার গাড়ি তল্লাশি করতে চায় l আমি বলি সেটা তারা করতেই পারে কিন্তু তার আগে প্রেস রিপোর্টার কে আসতে দিতে হবে l কিছু পুলিশ আমার গাড়ি তল্লাশি করে কিন্তু কিছুই পায় নাl এটা মমতার রাজনৈতিক ষড়যন্ত্র যেখানে পুলিশ সরকারের তাবেদারে পরিণত হয়েছে l '
প্রসঙ্গত উল্লেখ্য, মুকুল রায় বর্তমানে, বিজেপির উঁচুস্তরের একজন নেতা এবং বাংলায় বিজেপি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির ইনচার্জ হিসেবে বহাল আছেন l নাম না কোরে উনি তোপ ছুঁড়ে দিলেন মমতা বন্দোপাধ্যায়ের দিকে l
Comments
Post a Comment