প্রকাশ পেল বরফির ট্রেলার
রিপোর্ট: দেবলীনা দত্ত
সম্প্রতি উত্তর কলকাতা নাগের বাজার সংলগ্ন একটি সপিংমলে বাংলা ছবির বরফির ট্রেলার ও মিউজিক ভিডিও লঞ্চ হল I লেখক ও পরিচালক সৌভিক দের নিবেদনে এম.এস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের ব্যানারে তৈরি প্রযোজক মিনা শেঠি মন্ডলের সাসপেন্স ট্রেলার প্রযোজনা স্টার্টিং নির্মাণের পর পরিচালক এবারে নিয়ে এসেছেন এক রহস্যময় বাংলা ছবি বরফি। প্রযোজক মিনা শেঠি মন্ডলের বাংলা ছবি বরফিতে অভিনয় করেছেন অভিনেত্রী চন্দ্রায়ী ঘোষ , অভিনেতা কৌশিক সেন,অমিত শেঠি, কমলেশ্বর মুখার্জি,
অরিত্র দত্ত বণিক, অভিনেত্রী অনামিকা সাহা আরো অনেক অভিনয় জগতের শিল্পীরা উপস্থিত ছিলেন।
ছবি: শুভ ঘোষ
Comments
Post a Comment