মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোডে পথ দুর্ঘটনায় মৃত ১জন।* গাছের গুঁড়ি ফেলে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা

 রিপোর্ট: দেবলীনা দত্ত

মহেশতলায় মেহমানপুরে বজবজ ট্রাঙ্ক রোডে পথ দুর্ঘটনা মৃত্যু হল এক ব্যক্তির গত শনিবার। স্থানীয় মানুষজনের অভিযোগ বজ বজ ট্রাঙ্ক রোডের দীর্ঘদিন ধরেই বেহাল দশা পাশাপাশি রাস্তায় পড়ে রয়েছে মাটি চাঁই। এদিন বৃষ্টি হওয়ার ফলে গোটা রাস্তা কাদা হয়ে যায়।সেই কারণেই স্কুটি নিয়ে চাকা স্কিপ করে রাস্তায় পড়ে যান ওই দম্পতি। এরপরই পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালবাহ গাড়ি। এরপরই রাস্তায় লুটিয়ে পড়ে স্কুটিতে থাকা স্বামী ,স্ত্রীও বাচ্চা। স্থানীয়রা এই ঘটনা দেখতে পেয়ে তিনজনকেই উদ্ধার করে মহেশতলার মাতৃসদন হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।ওই মহিলা এবং তার বাচ্চার চিকিৎসা চলচ্ছে। বজ বজ ট্রাঙ্ক রোডে গাছের গুড়ি ফেলে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলার কারণে চূড়ান্ত যানজট সৃষ্টি হয় রাস্তায়।


ছবি: শুভ ঘোষ 






Comments