সেন্ট্রাল কো- অপারেটিড ব্যাঙ্ক ও এটিএম এর ৪১তম শাখার উদ্বোধন
পূর্ব বর্ধমান থেকে শুভ ঘোষ রিপোর্ট
গত ১৬ই মার্চ দি বর্ধমান সেন্ট্রাল কো- অপারেটিড ব্যাঙ্ক ও এটিএম নতুন ৪১ তম শাখা উদ্বোধন হলো পূর্ব বর্ধমান জেলার সাদিপুরে। পূর্ব বর্ধমান জেলার সেন্টাল কো-অপারেটিভ ব্যাংকের শুভ সূচনা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায়,মহাশয়,পশ্চিম বর্ধমান পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,পূর্ব বর্ধমানের জেলা সভাপতি শম্পা ধারা মহাশয়া,পূর্ব বর্ধমানের জামালপুর বিধায়ক অলোক কুমার মাঝি, সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান সত্যব্রত সামন্ত অন্যান্য আধিকারিকগন উপস্থিত ছিলেন আজকের এই বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ
ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে।এই গ্রামের এই গ্রামে ব্যাংক উদ্বোধনের ফলে ব্যাংক উদ্বোধনের ফলে প্রায় ১০ কিলোমিটার জুড়ে প্রায় ১০ লক্ষ্য গ্রামের মানুষরা পরিষেবা পাবে বলে জানান মন্ত্রী অরূপ রায়।আগামী দিনে অনেক আধুনিকতার ব্যবস্থা থাকবে এই ব্যাংকে।
Comments
Post a Comment