বাংলা ও অসমিয়া ভাষায় ভাষান্তরিত হলো শ্রী এমের দুই পুস্তক



রিপোর্ট: দেবলীনা দত্ত

কোলকাতা (৮ এপ্রিল '২০২৩):- আজ কোলকাতার আই.সি.সি.আর-এর সত্যজিত রায় অডিটোরিয়ামে 'সৎসঙ্গ ফাউণ্ডেশন'-এর প্রতিষ্ঠাতা তথা ধর্মীয় শিক্ষক শ্রী এম লিখিত দুই গ্রন্থের ভাষান্তরিত রূপ উন্মোচিত হলোI

'সৎসঙ্গ ফাউণ্ডেশন'-এর তরফ থেকে জানানো হয়েছে,বাংলা ভাষায় ভাষান্তরিত হলো শ্রী এম রচিত 'হোমকামিং অ্যাণ্ড আদার স্টোরিজ' এবং অসমিয়া ভাষায় ভাষান্তরিত হল আত্মজীবনী মূলক গ্রন্থ 'অ্যাপরেনটিসড টু আ হিমালয়ান মাস্টার'।

২০১১ সালে প্রকাশিত 'অ্যাপরেনটিসড টু আ হিমালয়ান মাস্টার' বইটা অসমিয়া ভাষায় ভাষান্তরিত করেছেন অঞ্জন শর্মা এবং '২০২০ সালে প্রকাশিত 'হোমকামিং অ্যাণ্ড আদার স্টোরিজ' বইটা বাংলা ভাষায় ভাষান্তরিত করেছেন ঋত্বিক মুখার্জী।

ছবি: শুভ ঘোষ

Comments