পূর্ব ভারতের নিউবার্গ ডায়গনস্টিক সেন্টারের সাথে কলকাতার পালস্ ডায়াগনস্টিক সেন্টারের একত্রে মেলবন্ধন

 রিপোর্ট: শুভ ঘোষ




পূর্ব ভারতের নিউবার্গ ডায়গনস্টিক সেন্টার নিজেদের উপস্থিতি বৃদ্ধি করলো কলকাতার পালস্ ডায়াগনস্টিক সেন্টার এর যৌথ উদ্যোগে I 

সম্প্রতি তারই একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হয়। পুরো ভারতের নিজেদের ব্যবসা  ১০০ কোটির বেশি বার্ষিক আয়ের পরিকল্পনা রাখে। নিউবার্গ ডায়গনস্টিক সেন্টার এর চেয়ারম্যান ডঃ জি.এস.কে.ভেলু এবং পালস্ ডায়াগনস্টিক সেন্টার এর সি.ই.ও ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতি সুনয়না বাহিনী, নিউবার্গ  ডায়গনস্টিক সেন্টার এর ভাইস চেয়ারম্যানশ্রী এ গনেশন উপস্থিতিতে দুটি ডায়নোসিস সেন্টারের মেলবন্ধন ঘটে যারা আগামী দিনে একসাথে কাজ করবেন। সেই সেন্টার গুলোতে উন্নত মানের প্যাথলজি ও অতি মোডালিটির সুবিধে থাকবেI

Comments