প্রবল গরমের জের i সাত দিনের ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর


তাপপ্রবাহে জেরবার গোটা রাজ্য। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ জারি থাকবে রাজ্যে। ৪০ থেকে ৪৩ ডিগ্রি পর্যন্ত চড়ছে পারদ। তারই মাঝে হলদিয়ায় নতুন আতঙ্ক। হঠাৎই দুপুরের ঠাটা পোড়া রোদে মাঝ রাস্তায় কুন্ডলী পাকিয়ে  ধুলোর হাওয়া। অনেকটা টর্নেডো যেমনটা হয়। সেটা সেই বড় আকারের না হলেও বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল সেখানে। বেশ কিছুটা জায়গা জুড়ে ধুলোর হাওয়া কুণ্ডলী পাকিয়ে ঘুরেছে। টর্নেডো যেমনটা হয় সেরকমটা। তাতেই আতঙ্কে হলদিয়াবাসী। পশ্চিমবঙ্গে সাধারণ এই ধরনের ঝড় দেখা যায় না। এই গরমে তো নয়ই তার মধ্যে কী ভাবে এই ধরনের ঘটনা ঘটল তা অবাক করছে শহরবাসীকে।একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সোমবার থেকে সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছি। মানুষের স্বার্থে একটা ব্যবস্থা করতে হবে না? সোম থেকে শনি— সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে।’’

facebook sharing button
messenger sharing button

Comments