শহরের ঐতিহ্য ও সংস্কৃতির কথা বলবে নদীর ধারের দেওয়াল

 রিপোর্ট: দেবলীনা দত্ত

শহরের সৌন্দর্যায়নের জন্য গাঁটছড়া বাঁধলো শতাব্দী প্রাচীন রোটারী ক্লাব অফ ক্যালকাটা, শ্যামাপ্রসাদ মুখার্জ্জী পোর্ট ও আর্কভ্যাক ফোর্জ প্রাইভেট লিমিটেড। ফেয়ারলি প্লেস থেকে ব্রাবোর্ণ রোড ক্রসিং অবধি গঙ্গানদীর তীর বরাবর কলকাতার মোট ১.২৩ কিলোমিটার রাস্তার দেওয়াল জুড়ে ১০০ টারও বেশী গ্রাফিটিতে ফুটে উঠবে শহর কলকাতার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় সংস্কৃতি। একদল তরুন শিল্পীর হাত ধরে নতুন করে সেজে উঠছে পোর্ট সংলগ্ন এই দেওয়াল।



এই প্রকল্পের মাধ্যমে সব ধরণের মানুষের মধ্যে আমাদের গৌরবমণ্ডিত ইতিহাস ও সংস্কৃতির সাথে যোগসূত্র স্থাপন করার উদ্দেশ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জ্জী পোর্ট তথা কলকাতা পোর্টট্রাস্টের এই উদ্যোগ। এই দিন এই প্রকল্পের সূচনাতে উপস্থিত ছিলেন শ্রী গৌতম চক্রবর্তী, অনারারি হেরিটেজ অ্যাডভাইজার, শ্যামাপ্রসাদ মুখার্জ্জী পোর্ট, শ্রী রাজ কুমার আগরওয়ালা, প্রেসিডেণ্ট রোটারী ক্লাব অফ ক্যালকাটা, শ্রী রাজ কুমার ছাজড়, আর্কভ্যাক ফোর্জ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান।

ছবি: শুভ ঘোষ



Comments