প্রতাপচন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি হসপিটালের উদ্যোগে প্রাক্তন ছাত্র সমাবেশ
রিপোর্ট: দেবলীনা দত্ত
কলকাতা,১২ই ফেব্রুয়ারি ২০২৩: সম্প্রতি আলিপুরে জাতীয় গ্রন্থাগার অডিওটোরিয়ামে প্রতাবচন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি হসপিটাল ও কলেজের পরিচালনায় এবং অ্যালুম নি অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলেজের প্রাক্তন ছাত্র সম্মেলনের আয়োজন করা হয়। এই বছর এটি দ্বিতীয় বর্ষে পড়ল I ডক্টর ধীমান দাস ব্যানার্জির উদ্দেশ্যে এই বিরাট সভার আয়োজন।বহু দুর দুরান্ত থেকে অ্যালমনি অ্যাসোসিয়নের বহু হোমিওপ্যাথি চিকিৎসক এই সভায় উপস্থিত হোন।
ছবি: শুভ ঘোষ
Comments
Post a Comment