দমদম সঙ্গীত মেলার তৃতীয়বর্ষ পূর্তি

রিপোর্ট: দেবলীনা দত্ত


সম্প্রতি উত্তর কলকাতার দমদমে দু'বছর মহামারি করোনা কাল অতিক্রম করে সর্ববৃহৎ এবং জনপ্রিয় অনুষ্ঠান আরো একবার যা দমদম সংগীত মেলা এই বছরের ৩ বর্ষে পা দিলো। গত ২ই ফেব্রুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত দমদম স্টেশনের কাছে সেন্ট মেরিস্ স্কুল মাঠে প্রত্যেহ পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই সংগীত অনুষ্ঠান চলবে। দমদমের মাননীয় বিধায়ক তথা কাছের মানুষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অনুপ্রেরণায় দমদম সংগীত মেলার আয়োজন। দুই ফেব্রুয়ারি থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই সঙ্গীতে অনুষ্ঠানে গান গাইবেন সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য, অন্বেষা দত্ত গুপ্ত,জিৎ গাঙ্গুলী,মোনালি ঠাকুর, সান, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়,অর্ক মুখার্জি,বাংলাদেশের ব্যান্ড লিমন আরো অনেক বিশিষ্ট সঙ্গী শিল্পীরা উপস্থিত থাকবেন।

ছবি: শুভ ঘোষ





Comments