মিডটার্ম AOIWBCON_23 এর উদ্যোগে ডাক্তারদের সাহচর্যে এলার্জিজনিত রোগের উৎস নিরাময়ের জন্য সচেতনতা ূলক কর্মসূচী

রিপোর্ট: দেবলীনা দত্ত
কোভিড পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশেও নাক,কান, গলার সমস্যা বেড়ে গেছে।এর মূলে আছে দূষিত পরিবেশ। বাতাস ও শব্দ দূষণের ফলে ছোট থেকে বড় সকলেরই অ্যালার্জিজনিত হাঁচি, কাশির ঝুঁকি বাড়ছে। এই পটভুমিকায় ৬–৮ জানুয়ারি ২০২৩ এ কলকাতার স্বভূমিতে শুরু হল তিনদিন ব্যাপী নাক কান গলার চিকিৎসকদের ৫০তম সম্মেলন AOIWBCON_23। AOIWBCON_23 এর আয়োজন করেছেন অ্যাসোশিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী মাননীয় শ্রী রথীন ঘোষ, এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এর উপাচার্য প্রফেসর ডা সুহৃতা পাল।ডাঃ দ্বৈপায়ণ মুখার্জি,ডাঃ স্নেহাশিস বর্মন,ডাঃ সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডাঃ দুলাল বসু,ডাঃএ এম সাহা প্রমুখ শহরের বিশিষ্ট সার্জনদের সঙ্গে  আলোচনায় অংশ নেন পদ্মশ্রী ডাঃএন ভি কির্তন, সতীশ জৈন প্রমুখ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইএনটি চিকিৎসকবৃন্দ।

৫০ তম Midterm AOIWBCON_23 এর অরগানাইজিং সেক্রেটারি ডাঃদ্বৈপায়ন মুখার্জি জানালেন যে শহরাঞ্চলের বাতাসে মিশে থাকা পার্টিক্যুলেট ম্যাটার ও নানান ভাসমান কণার উপস্থিতিতে  বাড়ছে (এআর) অর্থাৎ অ্যালার্জি রাইনাইটিসের ঝুঁকি। বাতাসে ভেসে থাকা পার্টিক্যুলেট ম্যাটারের সংস্পর্শে নাক ও শ্বাসনালীতে টাইপ -১ হাইপার সেনসিটিভিটির ফলে নাগাড়ে হাঁচি, সর্দি, কাশি ও পরবর্তীকালে ব্রঙ্কিয়াল হাইপাররেসপন্সিভনেস  থেকে হাঁপানি ও সিওপিডির মত জটিল সমস্যার ঝুঁকি থাকে।এজন্য অবশ্যই জনসচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তা প্রয়োজন। ডাঃ দ্বৈপায়ন মুখার্জি জানালেন যে এই গোন্ডেন জুবিলি কনফারেন্সের আগের দিন ৫ জানুয়ারি হেলথ ইউনিভার্সিটি ও আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষানবিশ ইএনটি চিকিৎসকদের জন্য হ্যান্ডস অন ক্যাডাভারিক ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। হাতে কলমে কান ও নাকের সার্জারি শেখালেন সিনিয়র ইএনটি সার্জনরা। ইমিউনোথেরাপির সাহায্যে অ্যালার্জির সমস্যা সম্পূর্ন ভাবে সারিয়ে তোলা যায়।

ছবি: শুভ ঘোষ

Comments