দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রীশ্রী অন্নদা ঠাকুর মহোদয়ের ১০২ তম সিদ্ধোৎসব পালন
রিপোর্ট: শুভ ঘোষ
গতকাল কোলকাতা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রীশ্রী অন্নদা ঠাকুর মহোদয়ের ১০২ তম সিদ্ধোৎসব এবং ৫৬ তম মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৮০০০ হাজার হাজার গরীব অসহায় মানুষদের এবং 3000 মানুষদের কম্বল ও বস্ত্র বিতরণ করা হয় মাতৃসেবক ব্রহ্মচারী মুরাল ভাই সংঘ সম্পাদক ও ট্রাষ্টী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বৈশাখী ব্যানার্জি, আল-আমিন কলেজর প্রফেসার, কামারহাটি মিউনিসিপালিটি চেয়ারম্যান শ্রী গোপাল সাহা, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি, বিধাননগর মিউনিসিপালিটি মেয়র তাপস চ্যাটার্জি, সমাজসেবী লিপিকা ঘোষ, ব্যারাকপুর পুলিশ কমিশনার শ্রী আলোক রাজোরিয়া, ব্যারাকপুরের এসডিও সৌরভ বণিক, প্রাক্তন বিচারপতি কলকাতার তাপস মুখোপাধ্যায়, ব্রহ্মানন্দ আগারওয়াল ডাইরেক্টর মিনু শাড়ির
বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।
Comments
Post a Comment