উইন্টার ক্যারাটে ক্যাম্প ২০২৩

রিপোর্ট: শুভ ঘোষ






আনুমানিক ১৯৯৫ সাল থেকে শুরু এই প্রয়াস। তারপর থেকে আর পিছনে ফিরতে হয়নি ক্যাম্পের উদ্যোক্তা নির্মল সাহাকেI প্রতিবছর দুবার তিনি বিভিন্ন ছাত্রছাত্রী নিয়ে ক্যারাটে  ক্যাম্পের ব্যবস্থা করেন। এবছর ক্যাম্প হল শ্রীপুর ডোজোর মাঠ বোরালে। 

আজ ২০২৩-এ এসে ভারতবর্ষের সর্বস্তরে তার ছাত্র-ছাত্রী বিরাজমান। তবে তিনি কোন প্রশংসাতে পঞ্চমুখ থেকে নিজেকে আড়াল করেননি  ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। যার নামের পিছনে ব্ল্যাক বেল্ড ডি এ এন 5th মুকুট জুড়েছে। হ্যাঁ, যার কথা বলা হচ্ছে তিনি নির্মল সাহা। এই ক্যাম্পের তিনিই উদ্যোক্তা। তার সাথে সহযোগিতা করেছে পরিমল দে, দেবাশীষ মন্ডল,সন্দীপ দাস, সাফি ইসলাম, অমিত মাইতি সহ আরো অনেকে। এই কাজকে অনুপ্রেরণা জুগিয়েছে তার সহধর্মিণী চম্পা সাহা এবং কন্যা  অঙ্কিতা সাহা।.

Comments