সান মাল্টিস্পেসালিটি হসপিটাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টার চালু হল উলুবেড়িয়াতে

দেবলীনা দত্ত
আমাদের প্রাণের শহর কলকাতা স্বাস্থ্যক্ষেত্রে চেন্নাই, মুম্বাই বা দিল্লীর সমমানের হলেও রাজ্যের জনসংখ্যার নিরিখে এখানে আধুনিক চিকিৎসার সুযোগ অপ্রতুল। কলকাতার অতি কাছের শহর হাওড়া উলুবেড়িয়াতে এখানে মানুষকে অত্যাধুনিক চিকিৎসার সুযোগ দিতে এলাকার সঙ্গে বিভিন্ন ভাবেযুক্ত কয়েকজন চিকিৎসক এখানে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করেন। সানরেস লাইফকেয়ার প্রাইভেট লিমিটেড পরিচালিত আজকের ‘সান মাল্টিস্পেসালিটি হসপিটাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টার’ সেই স্বপ্নেরই বাস্তবায়ন। শুধু উলুবেড়িয়া নয় আশপাশের সকল গ্রাম শহরের মানুষ জনের  প্রয়োজনে এই হাসপাতালের যাত্রা শুরু হল। 
আজ ১৬ই জানুয়ারি সন্ধায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রাক্তন ফুটবোলার ও উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিদেশ রঞ্জন বসু, বাগনানের মাননীয় বিধায়ক শ্রী অরুণাভ সেন, উলুবেরিয়া পৌরসভার সভাপতি শ্রী অভয় কুমার দাস, সহসভাপতি শেখ ইমানুর রহমান হাসপাতালের দ্বারোদ্ঘাটন করেন। বিশিষ্ট জনের সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রাণপুরুষ প্রখ্যাত অর্থপেডিক সার্জন ডা. সুদীপ্ত ঘোষ,ডা. কৌশিক সরকার, ডা.দেবাশীষ রায় ও অন্যান্য চিকিৎসকেরা। 

ছবি: উলুবেড়িয়া থেকে শুভ ঘোষ ।

Comments